New Bkash App দিয়ে নিজেই একাউন্ট খুলে ১৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস নিন!

 

এসে গেছে নতুন বিকাশ অ্যাপ!

বিকাশ নতুন অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম বার লগ ইনে ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!এবং ২৫ টাকা রিচার্জে আরোও ৫০ টাকা বোনাস!

এই লিংকে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করুন। এবং উপভোগ করুন ১৫০ টাকা বোনাস!
App Download Link: https://bka.sh/RFPvmDUT


মোবাইল ব্যাংকিংকের সবচেয়ে জনপ্রিয় নাম বিকাশ। দেশজুড়ে টাকা পাঠানো বা পাওয়া, দোকানের পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, বিল পেমেন্ট সহ আরও অনেক কিছু করার সহজ ও নিরাপদ উপায় হলো বিকাশ। 
আগে বিকাশের এ্যাকউন্ট খোলার জন্য এজেন্টের কাছে যেতে হতো। এখন আর দোকানে গিয়ে এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলার জামেলা নেই।  বিকাশ নতুন অ্যাপ চালু করেছে। যে অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি ঘরে বসেই নিজে নিজের এ্যাকাউন্ট রেজিস্টেশন করতে পারবেন এবং রেজিস্টেশন করার সাথে সাথেই আপনি পাবেন ১৫০ টাকা লগইন বোনাস!

নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজে আপনি বিকাশের নতুন অ্যাপ দিয়ে নিজের একাউন্ট ঘরে বসেই করে ফেলুন।

ভিডিও লিংক: 

App Download Link: https://bka.sh/RFPvmDUT


* প্রথমে  https://bka.sh/RFPvmDUT  এই লিংকে ক্লিক করে New Bkash অ্যাপটি ডাউনলোড করে Install করুন!

এবার download করা bKash অ্যাপটি Open করুন।

এরপর  bKash অ্যাপের উপরে বাম কোনায় Log in বা Registration বাটনে ক্লিক করুন।




তারপর নিচের New Account Registration  এ ক্লিক করুন।

 এখন রেজিস্টেশনের জন্য আপনার মোবাইল নাম্বার দিন। মোবাইল নাম্বার দেওয়ার পার অটোমেটিক ভেরিকেশন কোড আসবে।


 এরপর আপনার  পছন্দ মত বাংলা অথবা English ভাষা সিলেক্ট করুন।



  Term and Condition এ I Agree বাটনে ক্লিক করুন! এবং নিচের ধাপগুলো সম্পন্ন করে আপনার বিকাশ এ্যাকাউন্টটি রেজিস্টেশন করুন।


ধাপ-১: Take Photo of your NID 

এ ধাপে আপনার এনআইডি কার্ডে ছবি দিতে হবে। প্রথমে সামনের অংশ দিবেন। পরে পিছনের অংশ দিবেন। মনে রাখবেন ছবি তোলার সময় ক্লিয়ার হতে হবে। ছবি তুলতে হবে অবশ্যই পর্যাপ্ত আলোর মধ্যে কারণ আপনার এনআইডির ছবি দেওয়ার পর বিকাশ অ্যাপ অটোমেটিক সার্ভারে রক্ষিত আপনার তথ্য দেখাবে। আপনার এনআইডি কার্ডে রক্ষিত যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন।


ধাপ-২: Fill in required information
এনআইডি কার্ডের ছবি দেওয়ার আপনার সমস্ত তথ্য অটোমেটিক চলে আসবে। তারপরও কিছু তথ্য (যেমন- আপনার জেন্ডার, আয়ের উৎস, পরিমাণ) ইত্যাদি আপনার পছন্দমত পূরণ করবেন।

ধাপ-৩ Take a photo your face
সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শেষ ধাপ হলো আপনার সেলফি ছবি। আপনার ফেইসের ছবি পর্যাপ্ত আলো না থাকলে বা ক্লিয়ার না হলে অ্যাপ ছবি নিতে ঝামেলা করবে। কারণ বিকাশ অ্যাপ একটি সিকিউরিট অ্যাপ। এজন্য আপনি ফেইসের ছবি দেওয়ার সময় যথেষ্ট আলো নিশ্চিত করে কয়েক বার চোখের পলক ফেলবেন।

তখন দেখনে বৃত্তকার অ্যাপ মার্কটি পূর্ণ হবে এবং আপনার ছবিটি নিবে। তারপর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন।
আপনার রেজিস্টেশন সফল হয়েছে মর্মে আপনাকে বিকাশ একটি ম্যাসেজ দিবে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যে বিকাশ আপনার এ্যাকাউন্ট একটিভ করে ম্যাসেজ দিবে।


আপনি কনফার্ম ম্যাসেজ পাওয়ার পর আপনার মোবাইল থেকে *247# ডায়াল করে মোবাইল মেনু একটিভ করবেন এবং ৫ ডিজিটের পিন নাম্বার দিবেন। মনে রাখবেন পিন নাম্বার আপনার ব্যক্তিগত এবং অত্যান্ত গোপনীয়। আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার কিংবা অ্যাপ ভেরিফিকেশন কোড কখনোই কাউকে দিবেন না। এগুলো কেউ যেন না জানে। আপনার পদত্ত এই পিন নাম্বার দিয়ে আপনার যাবতীয় লেনদেন করবেন।


#বিকাশ #অ্যাপ #bKash_New_App

 

No comments

Powered by Blogger.